[] উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা এবং ধানকল মোড়ে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা।
[] খড়দাতেও কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করা হয়। তার জেরে দীর্ঘ যানজট হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে।
[] বীরভূমের মুরারইয়ে প্রথমে মিত্রপুর তারপর হিয়াকতনগরে মুরারই–বহরমপুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা।
[] বিক্ষোভের জেরে বহু ট্রেন বাতিল করেছে দক্ষিণপূর্ব রেল, পূর্ব রেল এবং উত্তরপূর্ব রেল। সেগুলি হল :-
তাম্রলিপ্ত এক্সপ্রেস
তিস্তা–তোর্সা এক্সপ্রেস
হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস
হাটেবাজারে এক্সপ্রেস
হাওড়া–কাটিহার এক্সপ্রেস
কলকাতা–গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস
আজিমগঞ্জ–হাওড়া এক্সপ্রেস
শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস
কামরূপ এক্সপ্রেস
ব্রহ্মপুত্র মেল
আরও পড়ুন-সাতসকালে ফের অবরোধ আমডাঙায়