বারবার আবেদন সত্বেও থামছে না অশান্তি। রবিবার সকালে, উত্তর 24 পরগনার আমডাঙায় এনআরসি ও সিএএ- এর প্রতিবাদে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে 34 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। এর জেরে সাতসকালেই যান চলাচল ব্যাহত হয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অশান্তির জেরে থমথমে আমডাঙা সহ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।