বীরভূমে শাসকদলের মঞ্চ ভাঙচুর সিএএ বিক্ষোভকারীদের

0
5

এনআরসি ও সিএএ নিয়ে আন্দোলনকারীদের আঘাত লাগল শাসকদলে। বীরভূমের লোহাপুরে জাতীয় সড়ক অবরোধ করে সেখান থেকে শাসকদলের সভামঞ্চে গিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। লোহাপুর রেল স্টেশনেও ভাঙচুর, লুঠপাঠ, মারধর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। কাঁটাগড়িয়া মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।
রবিবার, কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের ঘোষিত সভা ছিল। সভা শুরু হতেই, মঞ্চের সামনে উন্মত্ত জনতা জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এই পরিস্থিতিতে সভা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, সভা মঞ্চে উঠে জেলা তৃণমূল সম্পাদককে ধ্বস্তাধ্বস্তি করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। মঞ্চ ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
নলহাটির লোহাপুর স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে লুঠপাঠ। লোহাপুর স্টেশনের তিন দিনের ক্যাশ ৩৫ হাজার টাকা বিক্ষোভকারীরা লুঠ করে নেয় বলে অভিযোগ। রেল লাইনেও ভাঙচুর চালানো হয়েছে।