এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন মেট্রো সফর করলেন সুপারস্টার জিৎ, আর তাঁকে চিনতে পারলেন না মেট্রো যাত্রীরা! জিৎ অবশ্য তাঁর চেনা আদলে ছিলেন না। একদম আটপৌরে পাজামা পাঞ্জাবী মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, কাঁধে কাপড়ের ব্যাগ, পায়ে চপ্পল। দেখলে সত্যিই চিনতে পারা যায় না। আর মেট্রোয় যখন বসেছিলেন, তখন দু’পাশ দিয়ে বড় বড় চুল মুখের ওপর এসে পড়ায় মুখটাই পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়নি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন জিতের এই যাত্রা? আসলে নতুন ছবি ‘অসুর’-এর প্রমোশনাল কাজে এইভাবে সফরে বেরিয়েছিলেন নায়ক। পাভেলের পরিচালনা আর চিত্রনাট্যে জিতের চরিত্রের নাম কিগান। কিংবদন্তী শিল্পী রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হয়েছে এই ছবির মাধ্যমে। জিতের সঙ্গে এই ছবিতে অভিনয়ে রয়েছেন নুসরত, আবির। নতুন বছরের ৩ তারিখে মুক্তি পাচ্ছে এই ছবি।
আরও পড়ুন-“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা




























































































































