ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ

0
1

ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের তারকা প্রবীন কুমারের বিরুদ্ধে। এক সময় ধোনির দলের পেস বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রবীন কুমার।অভিযোগ জানিয়েছেন দীনেশ কুমার নামে এক ব্যবসায়ী। তিনি জানান, প্রবীন তাঁকে বেধরক মারধর করেছেন। এমনকী তাঁর সাত বছরের ছেলেকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন প্রবীন কুমার।

প্রবীন ও দীনেশ একই পাড়ার বাসিন্দা। মেরঠের মুলতাননগরে থাকেন তাঁরা। দীনেশের ছেলে প্রতিদিন স্কুল বাসে যাতায়াত করে। এদিনও ছেলের অপেক্ষায় রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দীনেশ। এর পর স্কুল বাস আসার পর একে একে বাচ্চাদের নামাতে থাকে। সেই সময় গাড়ি নিয়ে হাজির হন প্রবীন। স্কুল বাস থেকে বাচ্চাদের নামতে কিছুটা দেরি হচ্ছিল। প্রবীন কুমারের তর সইছিল না। তিনি হর্ন বাজাতে শুরু করেন। এর পরই দীনেশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় প্রবীনের। মেজাজ হারিয়ে দীনেশের উপর তিনি চড়াও হন বলে অভিযোগ। দীনেশ পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় প্রবীন মত্ত অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় প্রবীন তাঁকে মারধর করেন। তাতে তাঁর আঙুল ভেঙে গিয়েছে। যদিও প্রবীন কুমার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির পর ব্যাপারটা মিটে যায়। তিনি এমন ঘটনাকে আমল দিতে চান না। তাই পুলিশের কাছেও তিনি কোনও পালটা অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন-“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা