রবিবারও দিনভর রাজ্যজুড়ে গুন্ডামির পরিপ্রেক্ষিতে সন্ধেয় নিজের বাড়িতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে করেন মমতা। পুলিশকে বলা হয়েছে সতর্ক থাকতে এবং সক্রিয় হতে।

অন্যদিকে রাতে রাজভবনে যান দিলীপ ঘোষেরা। তাঁদের বক্তব্য, 355 ধারা জারি হোক। রাজ্যে অরাজকতা চলছে। রাজ্য সরকার কিছু করছে না। রাজ্যপালকে উপদ্রুত এলাকায় যেতে বলেন তাঁরা।





























































































































