আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বেহিসাবী কথা

0
4

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আর এক কীর্তি। রবীন্দ্রনাথের নোবেল ত্যাগ, সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের পরিধি থেকে নানা মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন যুব মুখ্যমন্ত্রী। এবার নাগরিকত্ব সংশোধনী আইন, সংক্ষেপে যাকে সিএএ বলা হচ্ছে এবং বিল পেশের সময় যার আভিধানিক নাম ছিল সিএবি বা ক্যাব। আর বিপ্লব সেই সিএবিকেই বেমালুমভাবে বলে গেলেন ক্যাগ অর্থাৎ সিএজি বা কম্পট্রোলার অফ অডিটর জেনারেল! ব্যাপারটা ঠিক কী যদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটু বুঝিয়ে দিতেন তাহলে রাজ্যের মানুষের সুবিধাই হত।

দেখুন কী বলছিলেন তিনি…

 

আরও পড়ুন-মেট্রো সফরে জিৎ, চিনতেই পারলেন না কেউ! দেখুন সেই ভাইরাল ভিডিও