এনআরসি ও সিএএ-র প্রতিবাদে এবার মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে ভাঙচুর চালানো হল। শনিবার সকালে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে নিমতিতায় স্টেশন মাস্টারের ঘর সহ টিকিট কাউন্টারে ভাঙচুর চালানো হয়। শুক্রবার বেলডাঙা স্টেশনে আগুন ধরানোর পরে এদিন সকাল থেকে সাগরদিঘি পুড়াডাঙায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, মুর্শিদাবাদে সুতি থানার সাজুর মোড় এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ও সরকারি বাস ভাঙচুর চালান বিক্ষোভকারীরা।