নাগরিকত্ব আইন বিরোধীদের উত্তর কোরিয়া যাওয়ার পরামর্শ দিয়ে ফের বিতর্কে তথাগত

0
4

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষেইপাশ হয়েছে। এবং সেই বিলে রাষ্ট্রপতিও স্বাক্ষর করায় এখন তা কেন্দ্রীয় আইনে পরিণত হয়েছে। কিন্তু এই নতুন নাগরিক আইন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। এরই মাঝে টুইট করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন তথাগত রায়।

এরকম কোনও ইস্যুতে কেন্দ্র বিরোধী কথা বলা হলে এতদিন বিজেপি নেতারা পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিতেন। এবার আর পাকিস্তান নয়, অন্য দেশের ঠিকানা দিলেন তথাগত রায়। এবার কেন্দ্রের নাগরিকত্ব বিল নিয়ে যারা বিরোধিতা করছে, তাঁদের উত্তর–কোরিয়া চলে যাবার নির্দেশ দেন মেঘালয়ের রাজ্যপাল। অসম, ত্রিপুরা যখন নাগরিক আইনের বিরুদ্ধে উত্তাল, সেই সময়ে টুইট করে তথাগত রায় বলেন, ‘গণতন্ত্র স্বভাবগত ভাবেই বিভাজক। আপনারা যদি এরকম না চান, তবে উত্তর কোরিয়ায় চলে যান। বর্তমান সময় দাঁড়িয়ে এই দুটি বিষয় কখনও ভুলে যাওয়া উচিত নয়।’