নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বারবার দলের সমালোচনা করা, ট্যুইট করা এবং জনমত তৈরি করার চেষ্টা। এবার তার হ্যাপা পোহাতে হচ্ছে তাঁকে।
ভোটকুশলী প্রশান্ত কুমার ওরফে পিকে-কে কি দল থেকে তাড়াতে চলেছেন নীতীশ কুমার? ঘটনার ঘনঘটায় পরিনিতি সেইদিকেই যাচ্ছে। প্রথমে শোকজ, এরপর পাটনায় পিকে-কে ডেকে পাঠালেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজই বৈঠক। সেখানেই পিকের ভবিষ্যৎ চূড়ান্ত হবে।
প্রথমে এনআরসি তারপর সিএএ। দুই ইস্যুতে মোদি সরকারকে তুলোধোনা করেছেন পিকে। কখনও সোশ্যাল মিডিয়া কখনও ট্যুইটারে। আবার বিজেপির পাশে দাঁড়ানোয় দলকেও একহাত নিয়েছেন। সাফ বলেছেন, ধর্মের ভিত্তিতে এই বিল তৈরি। তাই অবিজেপি মুখ্যমন্ত্রীদের বিলের বিরুদ্ধে এক জোট হওয়া উচিত। ১৬ রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীদের ডাক দেওয়ার পর তাঁর ডাকে ৫ মুখ্যমন্ত্রী সাড়াও দেন। আসলে জেডিইউতে যোগ দেওয়ার পর পিকে মানতে পারেননি দলের সঙ্গে বিজেপির সখ্যতা। তারপর থেকেই দলের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা শুরু করেন।
এই কারণেই নড়েচড়ে বসে জেডিইউ নেতৃত্ব। পার্টি লাইন লঙ্ঘন করায় প্রথমে শো-কজ, পরে ডেকে পাঠানো হয়। ঠিক তার আগেই দলের এক সাংসদ বলেছেন, দলে থেকে যারা বিরোধিতা করছেন, তারা দল থেকে বেরিয়ে যান। রাজনৈতিকমহল মনে করছে এটা আসলে প্রশান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত।































































































































