প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই রাজ্যে আসছেন মোদি

0
6

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে বিক্ষোভ। রাজ্যের মানুষকে গণতান্ত্রিক পথে আন্দোলন করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রবিবার অল্প সময়ের জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপি সূত্রে খবর, রবিবার দুপুর ১টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন দুমকা। ঝাড়খণ্ডে চলছে বিধানসভা নির্বাচন। তিন দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। এখনও বাকি ২ দফার ভোট গ্রহণ। তার আগে নির্বাচনী প্রচারে রবিবার সেখানে যাবেন প্রধানমন্ত্রী। দুমকা যাওয়ার পথেই রাজ্যে আসবেন তিনি। রাজ্য সরকারের তরফে অন্ডালে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মলয় ঘটক। থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনকড় ও মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। সূত্রের খবর, অল্প সময়ের জন্য এলেও রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলতে পারেন মোদি। দুপুর তিনটে চল্লিশ নাগাদ অন্ডালে ফিরে সেখান থেকে দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আমি রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব, কটাক্ষ সোনিয়া-পুত্রের