আগেই রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সংবাদ মাধ্যমে সবাই শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে, জায়গায় জায়গায় বিক্ষোভ, অশান্তি দেখা দেয়। এরপরেই নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে তিনি ফের শান্তি বজায় রাখার বার্তা দেন। লেখেন “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না”। পথ ও রেল অবরোধ না করার আহ্বান দেন তিনি। এর পাশাপাশি, মমতা জানান, “সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এনআরসি ও সিএএ হচ্ছে না। সুতরাং এনিয়ে রাজ্যবাসীর শঙ্কিত হওয়ার কারণ নেই।
আরও পড়ুন-বিক্ষোভ-যানজটে নাজেহাল পথচারীরা





























































































































