নজিরবিহীন! দেশের সংশোধিত নাগরিকত্ব আইন মিলিয়ে দিচ্ছে যুযুধান দুই পক্ষকে। কেরালায় শাসক সিপিএম ও বিরোধী কংগ্রেস পরশু একযোগে এই আইনের বিরোধিতায় যৌথ কর্মসূচি ঘোষণা করেছে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালার। সিপিএম ও কংগ্রেস নেতার উপস্থিতিতে কোনও কর্মসূচি সাম্প্রতিক অতীতে প্রত্যক্ষ করেনি কেরালার মানুষ। সে রাজ্যে সিপিএম পরিচালিত এলডিএফ ও কংগ্রেস পরিচালিত ইউডিএফ পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ। জাতীয় ক্ষেত্রে বা বাংলায় যাই হোক, কেরালায় সিপিএম ও কংগ্রেস কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না। কিন্তু পরিস্থিতির চাপে অহি-নকুল সম্পর্ক ভুলে এই মালয়ালি রাজ্যে শাসক-বিরোধী আসতে চলেছে একই মঞ্চে, যা রীতিমত নজিরবিহীন। কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন ইতিমধ্যে ঘোষণা করেছেন নতুন আইন তাঁরা কেরালায় প্রয়োগ করবেন না। এবার শত্রুপক্ষের হাতে হাত রেখে আরও বড় প্রতিবাদে সামিল হতে চান তাঁরা।