সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল কংগ্রেসের

0
4

সিএএ প্রত্যাহারের এবং এনআরসি বাতিলের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। শনিবার, দক্ষিণ কলকাতায় বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। প্রাক্তন সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে হাজরা মোড়ে কংগ্রেস কর্মীরা সমবেত হয়ে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করেন। সেখানে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। প্রদীপ প্রসাদ জানান, তাঁরা কোনও হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। গান্ধীজির অহিংস নীতিতেই সিএএ ও এনআরসি-র প্রতিবাদ করবে কংগ্রেস।

আরও পড়ুন-মানুষের ভোগান্তি বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী