মোদি, অমিতেরও সফর বাতিল, কী বলবে বিজেপি?

0
4

বিল কেন্দ্র করে গোলমালের জেরে প্রধানমন্ত্রীর গুয়াহাটি সফর বাতিল হল। বাতিল অমিত শাহর শিলং সফর। বিজেপি এনিয়ে চাপে পড়ে গেছে। জাপান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর বাতিলের পর এবার দেশীয় দুই শীর্ষ নেতার সফরেও কাটছাঁট হওয়ায় কটাক্ষ করছে বিরোধীরা।