উলুবেড়িয়া অবরুদ্ধ, রেল সড়ক অচল, শান্তি রাখার আর্জি

0
5
  • নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আচমকা তুমুল বিক্ষোভ উলুবেড়িয়ায়। সড়ক, রেল অবরোধ। ভাঙচুর। আগুন। নজিরবিহীনভাবে হামলা ট্রেনে। ইট পাথরে আতঙ্কিত যাত্রীরা জানলা বন্ধ করে নেন। স্টেশনেও ভাংচুরের অভিযোগ আছে। রেল চলাচল বিপর্যস্ত। বহু স্টেশনে যাত্রীরা আটকে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বিরাট নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গেছে।