রাজ্য সোম, মঙ্গল মমতার মিছিল, রবিবার থেকে পথে তৃণমূল By EBBS Desk - December 13, 2019 0 4 FacebookTwitterPinterestWhatsApp “No NRC. No CAB.” এই শ্লোগান সামনে রেখে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার গোটা রাজ্যে জেলায় জেলায় মিছিল তৃণমূলের। মমতা নিজে হাঁটবেন সোমবার ও মঙ্গলবার। সোম উত্তর কলকাতায় । মঙ্গল দক্ষিণে যাদবপুর থেকে। বুধবারও মিছিল হবে।