বাড়াবাড়ি না করলে লাঠি গুলি নয়, নির্দেশ নবান্নের

0
4

সিএবি নিয়ে বিক্ষোভে কোনো দমনপীড়ন চালাবে না পুলিশ। গণতান্ত্রিক আন্দোলন হিসেবেই এগুলি দেখা হবে। তবে একান্ত যদি কোথাও বাড়াবাড়ি হয়, উচ্ছৃঙ্খল জনতা তাণ্ডব করে, সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে প্রশাসন। বিশেষ কিছু এলাকায় এদিন গোলমাল বেশি হয়েছে। সেইসব এলাকায় পুলিশ আরও সংযত থাকবে। গুলি কোনোভাবেই চলবে না। একান্ত প্রয়োজন না হলে লাঠিও নয় ।