রাজ্য সিএবি নিয়ে বহু জায়গায় ব্যাপক বিক্ষোভ, আটকে দূরপাল্লার ট্রেন By EBBS Desk - December 13, 2019 0 4 FacebookTwitterPinterestWhatsApp সিএবি নিয়ে রাজ্যের বহু জায়গায় ব্যাপক বিক্ষোভ, অবরোধের খবর আসছে। সবচেয়ে বড় গোলমাল উলুবেড়িয়াতে। তার জেরে পরের পর দূরপাল্লার ট্রেন আটকে আছে। সন্ধের পরেও একাধিক জেলায় বিক্ষোভ চলছে বলে খবর।