আন্দোলনের পাশে, তবে অবরোধ নয়: মমতা

0
7

মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এন আর সি এবং সি এ বির বিরুদ্ধে মানুষের আন্দোলনে র পাশে আছেন। কিন্তু তাঁর অনুরোধ, কেউ রেল বা রাস্তা অবরোধ করবেন না। আইন হাতে নেবেন না। বাংলায় এসব চালু করতে দেওয়া হবে না।

এদিন বিকেলে নবান্নে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মমতা। পুলিশের উপর কিছু নির্দেশ দেন।