বিশিষ্ট প্রকাশনা সংস্থা দেব সাহিত্য কুটির ভবনটিকে “হেরিটেজ” তকমা দিল কলকাতা পুরসভা। মনীষীদের স্পর্শসমৃদ্ধ এই ভবনটি দখলে হাত বাড়িয়েছিল একটি প্রমোটারগোষ্ঠী। দেব সাহিত্য কুটির আদালত ও পুরসভার দ্বারস্থ হয়। আদালতে রক্ষাকবচ আগেই মিলেছিল। এবার পুরসভা ভবনটি “হেরিটেজ” ঘোষণা করায় সুরক্ষা এল পুরোপুরি। প্রকাশনার অন্যতম কর্ণধার ও সম্পাদক রূপা মজুমদার এই ইতিবাচক পদক্ষেপের জন্য মেয়র ও পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন। বস্তুত বাংলা ও বাঙালির মননজগতের অন্যতম সেরা ভরকেন্দ্র দেব সাহিত্য কুটিরের প্রকাশনাগুলি বেশ কয়েক প্রজন্মের পাঠকপাঠিকার সঙ্গী। প্রমোটারের আগ্রাসনে যে বিপদ তৈরি হচ্ছিল, এবার মেঘ কেটে আকাশ পুরোপুরি পরিষ্কার হল।






























































































































