উলুবেড়িয়া। এক আতঙ্কের নাম। শুক্রবার বিকেলে।
ট্রেনচালকের উক্তি:” আরে কয়েকশ লোক এগিয়ে আসছে। পাথর ছুঁড়ছে। আর পি এফ পাঠান।”
যাত্রীরা আতঙ্কিত। জানলা বন্ধ। বাইরে হইচই।
সিএবির বিরুদ্ধে বিক্ষোভের এই জের। ওদিকে তখন স্টেশনে ভাঙচুর চলছে।
ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ইট, পাথর উড়ে আসছে। ট্রেনঘিরে উন্মত্ত জনতা। ওদিকে রেললাইনে আগুন।
জনতার হুঙ্কার, নেমে যান সবাই। না হলে….
ট্রেনযাত্রীদের ফোন থেকে তখন ছড়াচ্ছে বার্তা: আমাদের বাঁচান।
আতঙ্কের কয়েকঘন্টা কাটিয়ে এখনও কাঁপছেন যাত্রীরা।
এর নাম বিক্ষোভ?





























































































































