একটু কমল তাপমাত্রা, হালকা শীতের আমেজ এখন চলবে

0
2

শহরের পারদ সামান্য নামল। ফলে শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার জেরি শহরে ঠাণ্ডার আমেজ। আরব সাগরে নিম্নচাপ পবনের কারণে উত্তর-পশ্চিম বায়ু প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেটা সামান্য কেটেছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। আজ জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সেই কারণে তাপমাত্রা কিছুটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। মাঝে মাঝে আকাশ মেঘলা হবে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলায় অবশ্য শীতের আমেজ থাকছে। এদিন আসানসোলে তাপমাত্রা ১৫.৬, বালুরঘাটে ১৪.২, বাঁকুড়ায় ১৬, বারাকপুরে ১৪.৭, কোচবিহারে ৯.২, দার্জিলিঙয়ে ৫, কৃষ্ণনগরে ১৭.৫, পুরুলিয়ায় ১৫, শ্রীনিকেতনে ১৪, কালিম্পঙে ৬, জলপাইগুড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।