আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহলি ব্রিগেডের ডু অর ডাই ম্যাচ। জিততেই হবে সিরিজ দখলে রাখার জন্য। গত এক বছরে ভারত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১৫টি। তার মধ্যে জয় ৮টিতে, হার ৭টিতে। হারা ম্যাচের মধ্যে পাঁচটিতে প্রথমে ব্যাট করে ছিল ভারত। ফলে ওয়াংখেড়েতেও প্রশ্ন ভারত প্রথমে ব্যাট করবে না বোলিং? টস এখানে অবশ্যই বড় ইস্যু। দ্বিতীয় ম্যাচে হারের পর কোহলি বলেছিলেন দলের জঘন্য ফিল্ডিংয়ের কথা। ফলে এই ম্যাচে ফিল্ডিং একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদব আসতে পারেন। নজর থাকবে ঋষভ পন্থের ওপর। ২০১৬-য় এই ওয়াংখেড়েতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাই ইতিহাসকে সামনে রেখে চাঙ্গা পোলার্ডের দল।