রাহুলের হুমকি, রাজ্যসভায় বিজেপির চিন্তা বাড়ছে শিবসেনাকে নিয়ে

0
5

মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট শিবসেনার। এদিকে লোকসভায় নাগরিকত্ব বিলে বিজেপিকে সমর্থন করেছে তারা।

এরপর সরব রাহুল গান্ধী। মহারাষ্ট্রের জোট তাঁর পছন্দ ছিল না। অনুরোধে ঢেঁকি গিলেছিলেন। এবার টুইট এবং ঘনিষ্ঠমহলে বলেছেন শিবসেনা জোটধর্ম পালন করছে না। অর্থাৎ কার্যত হুমকি, কংগ্রেস মহারাষ্ট্রে অন্য কিছু করতে পারে।

রাতারাতি বদলেছে শিবসেনা। লোকসভায় দল ভোট দিলেও উদ্ধব ঠাকরে এখন বলেছেন,” বিলে অনেক কিছু আছে যা সবটা পরিষ্কার নয়। রাজ্যসভায় ভোটের আগে সেসব স্পষ্ট হওয়া দরকার।”

উদ্ধবের মন্তব্যে চিন্তা বাড়ছে বিজেপির। কারণ লোকসভার মত রাজ্যসভার অঙ্ক ততটা সহজ নয়। রাত থেকেই এনিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে।