স্পিকারের চেয়ারে সুখেন্দু শেখর

0
1

সুখেন্দু শেখর রায়। তিনি তৃণমূল সাংসদ। আবার নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী। আর তাঁকেই বুধবার রাজ্যসভার চলাকালীন স্পিকারের আসনে বসতে হলো। কপিল সিব্বাল কিংবা অন্য সাংসদের জন্য তাঁকে বেল বাজাতে হয়েছে। বলতে হয়েছে আপনার সময় শেষ। যে নিয়মের ঘেরাটোপের বাইরে বেরনোর জন্য তাঁকেও কিনাএই বেল বারবার শুনতে হয়েছে। সেই কাজে তাঁকে এদিন বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকতে হয়েছে। দায়িত্ব হাতবদল করে সুখেন্দবাবু শেষ পর্যন্ত যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর