সাঁইবাবার পুজোয় অংশ নিল সারমেয়, ভাইরাল ভিডিও!

0
3

শিরডির সাঁইবাবা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষভাবে পূজনীয়। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখেন। তাই সবাই ভিড় জমান শিরডিতে । সেখানে আছে তাঁর সমাধিক্ষেত্র। প্রেম, সম্প্রতি, মানুষের দুঃখ- যন্ত্রণা এবং আর্তের সেবা করার কথাই বলে গেছেন সাঁইবাবা। তাঁর মত ছিল, জীবনকে অনুভূতি দিয়ে পরখ করতে হবে। অন্যের জন্য যার মন কাঁদে, তিনি সব ছেড়ে অনায়াসেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সাঁইবাবার কন্ঠেও ছিল সেই একই সুর। মানুষের পাশাপাশি সমস্ত জীবজগতকে তিনি পরিবেশের অঙ্গ বলে মনে করতেন। তাই সাঁইবাবার ভক্তরা মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও পুজো করেন । আর এখানেই সাঁইবাবা সবার থেকে আলাদা।
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ইতিমধ্যেই রীতিমত ভাইরাল। নিশ্চয়ই ভাবছেন কী আছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে , সাঁইবাবার পুজো চলাকালীন পুজোর আওয়াজ শুনে একটি কুকুর দৌড়ে মন্দিরে ঢুকে পুজোয় অংশ নিয়েছে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।