তৃণমূলে ঢালাও বিধায়ক বদলের ইঙ্গিত, সক্রিয় পি কে

0
6

আপনার বিধায়ক কেমন? কতটা সময় দেন? আপনি দেখতে পান? তিনি কাজ করেন? ১০-এর মধ্যে তাঁকে কত নম্বর দেবেন? যদি একান্তই খারাপ লাগে, তাহলে বিকল্প নাম কী?

পিকের দপ্তর থেকে ফোন যাচ্ছে বিভিন্ন এলাকার বিশিষ্ট নাগরিকদের কাছে।কিছু ক্ষেত্রে সশরীরে ঘুরছে টিম। বিধায়ক ও স্থানীয় প্রশাসন সম্পর্কে নিরপেক্ষ মতামত নিচ্ছে তারা।

লোকসভা ভোটের হিসেবে বিধানসভার ১২৯ আসনে পিছিয়ে তৃণমূল। দলীয় সূত্রে খবর, বিধায়করা সক্রিয় না হলে এবার ঢালাও বদলের ইঙ্গিত থাকছে।