ওসি সরাতে নির্দেশ কোর্টের, পাশে দাঁড়াচ্ছে লালবাজার

0
8

পকসো মামলায় ওসির ভূমিকায় অসন্তুষ্ট কোর্ট কার্যত সরাতে বলল নারকেলডাঙা থানার ওসি শুভজিত সেনকে। বিচারক জীমূতবাহন বিশ্বাস বলেন,” অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা শুরু করেন নি ওসি।আসল অভিযোগপত্রটিও নেওয়া হয় নি।স্বরাষ্ট্র দপ্তরকে বলব ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে।তাঁকে গুরুত্বহীন জায়গায় বদলি করা উচিত কারণ তিনি দুর্বল শ্রেণির মানুষের প্রতি মমতাহীন।”

মামলা অবশ্য শেষ হয়েছে। অপরাধী মুস্তাকিনের কারাদন্ড ও জরিমানা এবং নাবালিকার ক্ষতিপূরণের টাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে নৈতিকভাবে ভর্ৎসিত ওসি শুভজিৎ সেনের পাশে দাঁড়াচ্ছে লালবাজার। তাদের একাধিক সূত্র বলছে, ওসি ভুল করেন নি। নির্যাতিতার বাবা যখন এসেছিলেন তখন থানায় মহিলা পুলিশ ছিল না। ওসি তাই তাদের উল্টোডাঙা মহিলা থানায় পাঠান। সেদিনই বয়ান নিয়ে মামলা শুরু হয়।”

এখন প্রশ্ন হল ওসিকে বদলিতে কোর্টের নির্দেশ না এটি পর্যবেক্ষণ? নির্দেশমানা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে লালবাজার। তবে তারা ওসির পাশেই থাকছে, সেই ইঙ্গিত স্পষ্ট।