এডিএমকে যে নাগরিকত্ব বিল নিয়ে বিজেপিকেই ভোট দিতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল রাজ্যসভায় তাদের সাংসদের কথায়। দলের সাংসদ ভিজিলা সত্যনাথ। এদিন বিলকে সমর্থনের কথা জানিয়ে ভিজিলা বলেন, শ্রীলঙ্কা থেকে আগত তামিলদের কথা অবশ্যই সরকারকে ভাবতে হবে। আমি অনুরোধ করব সরকার সিএবিতে তাদের বিষয়টিও নিয়ে আসবে। তাদের নাগরিকত্বের নিশ্চয়তা দেবে। কারণ এর সঙ্গে রাজ্যের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে।
নাগরিকত্ব বিলের আইডিয়া নাৎসিদের থেকে নেওয়া হয়েছে, তোপ ডেরেকের
“গণতন্ত্র ছেড়ে আমরা এখন স্বৈরতন্ত্রের দিকে চলেছি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়বস্তু নাৎসিদের কাছ থেকে নেওয়া হয়েছে৷ দেশের মধ্যেই দেশহারা হতে হবে ভারতের প্রকৃত নাগরিকদের”। বুধবার CAB বা নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যসভায় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
এদিন রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশের পরই যথারীতি উত্তাল হয়ে ওঠে উচ্চকক্ষ। ডেরেক ও’ব্রায়েন বলেন, CAB ও NRC-র মতো পদক্ষেপে দেশের প্রকৃত নাগরিকরা নিশ্চিতভাবেই তাদের দেশ হারাবেন। অসমে NRC-র পাইলট প্রোজেক্টই বানচাল হয়ে গিয়েছে। তবুও কেন্দ্র বলছে দেশের অন্য ২৭ রাজ্যেও তা চালু করবে। অসমে ডিটেনশন শিবিরে যাদের আটকে রাখা হয়েছে তাদের ৬০ শতাংই হিন্দু। দেশে এখন সংখ্যাগুরু বনাম নীতিবোধের লড়াই।
আরও পড়ুন-বিজেপিকে সঞ্জয় রাউত : মনে রাখবেন হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার































































































































