চায়ে তৃপ্তির চুমুকের সময়ে মাথায় পাঁচিল, হত ২

0
2

সকালে পাঁচিলের ধারে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়েছিলেন অনেকে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ ভাবেননি এটাই হবে তাঁদের শেষ চুমুক। দানবের মতো মাথায় ভেঙে পড়ল পাঁচিল। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু। গুরুতর আহত তিনজন।

ঘটনাস্থল কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়। টিটাগড় পেপার মিলের পাঁচিল। নড়বড়ে পাঁচিল। সকালে প্রচুর ট্রাক আসায় এলাকায় ভিড় জয় সকালে। গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিল নূর আলম শেখ (৩১)। চায়ের দোকান ঘেঁষে আরও ট্রাক। হঠাৎ মাথায় ভেঙে পড়ে পাঁচিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমের। নূরের বাড়ি একবালপুরে। আহত হন অজিত সাউ, মজিদ মোল্লা, মুন্না যাদব ও প্রদ্যুৎ সিনহা। কল্যাণী হাসপাতালে পরে অজিতের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই ময়দানে রাজনৈতিক দলগুলি। প্রত্যেকেই ক্ষতিপূরণের দাবি তুলেছেন। এখনও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর হয়নি। স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কারখান কর্তৃপক্ষের বিরুদ্ধে।