সাংবাদিক ডেকে সঙ্ঘাতের ইঙ্গিত দিয়ে রাজ্যপাল জানালেন কেন বিল ছাড়েননি

0
4

 

এসসি-এসটি বিল নিয়ে ঠিক কোন জায়গায় আপত্তি রয়েছে তা সাফ জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রীতিমতো সাংবাদিকদের ডেকে তিনি বললেন, সংবিধানে যে বিষয়টি নির্দিষ্টভাবে বলা রয়েছে, সে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন আইন করতে চাইছে? সেটাই তিনি জানতে চেয়েছেন। যার উত্তর তিনি এখনও পাননি। তিনি বলেন, আমি সাধারণত দ্রুত উত্তর দিই। এক্ষেত্রেও তাই করেছি। তার কারণ এটি বিধানসভা সংক্রান্ত। ৫ ডিসেম্বর চিঠি দিয়ে জানতে চেয়েছি। কিন্তু এখনও কেন জবাব দিল না সরকার, সেটাই আমি বুঝতে পারছি না। বিল আমার কাছে আছে। কিন্তু বিল তো আর কথা বলে না। তাই সরকারের কাছে জানতে চেয়েছি। রাজ্যপালের দাবি, এই বিলটি কেন নিয়ে আসা হল, সে কথা জানার আমার অধিকার আছে। সংবিধানের মধ্যে থেকেই তা জানতে চেয়েছি। সরকারেরও উচিত ছিল আমাকে বিষয়টি বিস্তারিতভাবে জানানো। আমার প্রশ্নের উত্তর দিয়ে তা নিরসন করা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি কিন্তু রাজনীতি করছি না, বা সমান্তরাল সরকার চালাচ্ছি না। রাজ্যপাল হিসাবে আমার সাংবিধানিক দায়িত্ব পালন করছি। রাজ্য সরকারও যে এ ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে না, তা এদিন বিধানসভা আর রাজ্যসভায় প্রকাশ্যে রাজ্যপাল বিরোধিতা করে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ফলে চরম সঙ্ঘাত যে অপেক্ষা করছে আগামিদিনে, তা স্পষ্ট হচ্ছে দু’পক্ষের আচরণেই।