আগামী বছরের 25 জানুয়ারি থেকে সংসদে
অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থার বিলোপ ঘটতে চলেছে৷ এ সংক্রান্ত একটি সংবিধান সংশোধনী বিল লোকসভায় পেশও করেছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গত সাত দশক ধরে সংসদে অ্যাংলো- ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ প্রথা চালু আছে৷ সংশোধনী বিলটি পেশ করে আইনমন্ত্রী বলেছেন, গোটা দেশে অ্যাংলো- ইন্ডিয়ান সম্প্রদায়ের
মাত্র 296 জন রয়েছেন৷ লোকসভায় বিলটির
সংবিধান অনুযায়ী এখন 2টি আসন লোকসভায় এবং 9টি আসন রাজ্যের বিধানসভার জন্য সংরক্ষিত থাকে। এই সংশোধনীর বিরোধিতা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন,
‘‘এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আক্রমণ করা হচ্ছে। রাজ্যের হাতে ক্ষমতা রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সদস্য বাছাই করার। কিন্তু এই কেন্দ্রের এই বিল আইনে পরিণত হলে তা আর থাকবে না।’’এই সংশোধনী সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের বিরোধী দাবি করে সৌগত রায় নোটিসও দিয়েছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































