NRC ও CAB-এর প্রতিবাদে রাজপথে SUCI

0
6

দেশজুড়ে NRC, CAB-এর বিরোধিতায় মঙ্গলবার পথে নামলো SUCI. ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় মৌলালী রামলীলা পার্ক পর্যন্ত। মিছিলে পা মিলিয়ে ছিলেন সব বয়সের বহু মানুষ। সমর্থকদের পাশাপাশি মিছিলে হেঁটেছেন পথ চলতি অনেক সাধারণ মানুষ।

আরও পড়ুন- বিধানসভায় বিধি পেশ : আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা কমাল রাজ্য

SUCI-এর দাবি, বিজেপি ও কেন্দ্রীয় সকারেরনধর্মীয় বিভাজনের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের ঘৃণ্য উদ্দেশ্যের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন SUCI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল। তিনি জানান, কোনওভাবেই NRC বা CAB মানা হবে না। কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন তাঁরা দেশব্যাপী ছড়িয়ে দেবেন।