ইংরেজিতে কম নম্বর, ছাত্রীর মুখে কালি!

0
5

ছাত্রছাত্রীদের উপর থেকে বইয়ের বোঝা কমাতে পরামর্শ দিচ্ছেন সমাজবিদরা। কিশোর মনে অত্যাধিক লেখাপড়ার চাপ ক্ষতি ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে ইংরেজি পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ক্লাস ফোরের ছাত্রীর মুখে কালি মুখে দিয়ে লাগিয়ে দিলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। ৬ ডিসেম্বর ন বছরের ওই পড়ুয়ার ইংরেজি পরীক্ষা ছিল। সেখানে অন্যদের থেকে বেশ কিছুটা কম নম্বর পায় মেয়েটি। ক্লাসের সব ছাত্রীকে ওই মেয়েটির উদ্দেশ্যে ‘শেম, শেম’ বলতে নির্দেশ দেন শিক্ষক। এখানেই শেষ নয়, সেই ধিক্কারের মধ্যেই তার মুখে কালো স্কেচ পেন দিয়ে কালি লাগিয়ে দেন তিনি।
ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান। ছাত্রীটির বাবা জানান, ক্লাস ফোরের ছাত্রী যদি পরীক্ষায় ঠিকমতো উত্তর দিতে না পারে, তাহলে তাকে ওইভাবে শাস্তি দেওয়া কখনই উচিত নয়। ওই স্কুলেরই অন্য এক পড়ুয়া জানিয়েছে, পরীক্ষায় কম নম্বর পাওয়ায় আরও ৩ ছাত্রীকে ওইভাবে কালি মাখিয়ে পুরো স্কুল ঘোরানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। তার ভিত্তিতে পুলিশ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন-নতুন বছর থেকেই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে