লরি চুরি করে পালাচ্ছিলো, অবশেষে দুর্ঘটনা প্রাণ নিল চোরের

0
3

লরি চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল চোরের। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার রাতে লক্ষাধিক টাকার সামগ্রী বোঝাই লরি এবং একটি বাইক ডোমজুড়ের কলোরা এলাকায় দাঁড়িয়েছিল। সেই সময় দু’জন চোর লরি এবং বাইকটি নিয়ে চম্পট দেয়।

আরও পড়ুন- নতুন বছর থেকেই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

এরপর লিলুয়া সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তারা। মৃত্যু হয় একজনের। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চুরি যাওয়া লরি এবং বাইকটি উদ্ধার করেছে।