বিজেপির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের নামে “বন্দে মাতরম”! বিতর্ক তুঙ্গে

0
7

বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। অনুষ্ঠানের একটা সময় মঞ্চে ঘোষণা করা হয় জাতীয় সঙ্গীত গাওয়া হবে। কিন্তু মঞ্চে এসে নেত্রী শুরু করলেন, “বন্দে মাতরম”। সমবেত প্রতিনিধি, মঞ্চের নেতৃত্ব সকলেই অবলীলায় গলা মেলালেন সেই গানে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কটূক্তি। বিষয়টি অবশ্য গুরুত্ব দিয়ে দেখছেন না বিজেপির শ্রমিক শাখার নেতা বিষ্ণু চৌধুরী। যাঁর উদ্যোগে বাঁশবেড়িয়াতে ওই সভার আয়োজন হয়েছিল। তিনি বলেন, ‘জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা বন্দে মাতরমের। আমাদের দেশভক্তি দেখুন, তুচ্ছ ভুল ধরে অনুভূতিকে ব্যাখ্যা করবেন না।’

যদিও তাতে সোশ্যাল মিডিয়া তো বটেই বিরোধীরাও কটাক্ষ করছে। তৃণমূলের শিক্ষক নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, ‘এই মানুষগুলিই আবার দেশভক্তি শেখাবে, ভাবা যায় না! আরে বাবা আগে জাতীয় সঙ্গীতটা ঠিক করে গাইতে শিখুক ওরা, তারপরে তো জাতির উন্নতি করবে!’