দেশ কাঁটায় কাঁটায় রাত ১২ টা, পাশ নাগরিকত্ব বিল By EBBS Desk - December 10, 2019 0 3 FacebookTwitterPinterestWhatsApp ঠিক রাত ১২টা। লোকসভায় পাশ নাগরিকত্ব বিল। লোকসভায় নাটকীয় ভাবে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি। আর বিলের বিপক্ষে ৮০ টি ভোট পড়ে। ফলে বিলটি অনায়াসে পাশ হয়ে যায়।