দেশবাসীর জন্য সুখবর! কমছে সোনার দাম। চলতি বিয়ের মরশুমে তা কমতে শুরু করেছে। ৮ ডিসেম্বর রবিবার থেকে সোনার দাম কিছুটা কমতে শুরু করেছে। রাজধানী দিল্লিতে এখন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০০ টাকা। ফলে দাম কমে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১০০ টাকা। আর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও কমেছে ৩০০ টাকা। ফলে তার বর্তমান মূল্য ৩৬ হাজার ৯০০ টাকা।
হায়দরাবাদে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৯০ টাকা। দাম দাঁড়িয়েছে, ৩৯ হাজার ৫৩০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৯০ টাকা। ফলে দাম কমে দাঁড়িয়েছে, ৩৬ হাজার ১২০ টাকা।
এই দুই শহরে যখন সোনার দাম কমেছে তখন আশায় বুক বাঁধছে কলকাতা-সহ বাংলার মানুষ। করা হচ্ছে খুব দ্রুত এখানেও দাম কমবে সোনার।
আরও পড়ুন-হাওড়া জুট মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ, উত্তেজনা, নেমেছে র্যাফ































































































































