কেন্দ্রীয় সরকার ব্যস্ত এনআরসি বিল নিয়ে আর মানুষ নাকাল পেঁয়াজের দাম নিয়ে। সোমবার সকাল থেকে রেশনে পেঁয়াজ দেওয়া শুরু হলো। ৫৯টাকা কেজিতে পেঁয়াজ দেওয়া হচ্ছে রেশনে। প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ এক কেজি। এই উদ্যোগে খুশি রাজ্যের মানুষ। যদিও দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ইতিমধ্যে চেন্নাইতে ডবল সেঞ্চুরি করে ফেলেছে পেঁয়াজ। সেখানে ২০০টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখনও পেঁয়াজ নিয়ে কোনওরকম পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। বরং লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আফগানিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হলেও তাতে দামের কোন হেরফের হয়নি।