জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি কমানোর দাবিতে ফের উত্তপ্ত রাজধানী। বর্ধিত হস্টেল ফি প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে রাইসিনা হিলস অভিযানের ডাক দেয় জেএনইউ-এর ছাত্রসংসদ। সোমবার, বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল শুরু করে। সরোজিনী নগরের কাছে ভিখাজি প্লেস মেট্রো স্টেশনের সামনে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। অভিযোগ, ছাত্রীদের বেধড়ক মারধর করেছে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওরপর ওখানেই অবস্থান শুরু করেন পড়ুয়ারা।




আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আপত্তিতে উত্তপ্ত লোকসভা































































































































