প্রতারণা মামলা : তলব সত্ত্বেও এলেন না মুকুল

0
2

তলব করা সত্ত্বেও থানায় হাজিরা দিলেন না বিজেপি নেতা মুকুল রায়। রেলওয়ে কমিটিতে জায়গা করে দেওয়ার নামে আর্থিক প্রতারণা মামলায় প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য সিটের তরফ থেকে সোমবার সকালে মুকুল রায়কে থানায় দেখা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিজেপি নেতা হাজির হননি। তাঁর আইনজীবীরা পর্ণশ্রী থানায় যান। তাকরা জানান ঝাড়খণ্ডের নির্বাচনে ব্যস্ত থাকায় আগামী ১৮তারিখ পর্যন্ত তিনি আসতে পারবেন না। যদিও সিটের তরফ থেকে ফের ধরানো হয়েছে নোটিশ, এবং সেই নোটিশে বলা হয়েছে আগামী ১২ ডিসেম্বর ফের তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসতে হবে।