জিওর সঙ্গে লড়াইয়ে নেমে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নতুন সিদ্ধান্ত ঘোষণা করল। জানিয়ে দিল এয়ারটেল এবং ভোডাফোন থেকে অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলে বাড়তি চার্জ লাগবে না। আগের আউট গোয়িং কলে ক্ষেত্রে নির্দিষ্ট বিধি নিষেধ ছিল। ২৮দিনের ক্ষেত্রে ১হাজার মিনিট, ৮৪দিনের ক্ষেত্রে ৩হাজার মিনিট এবং ৩৬৫ দিনের ক্ষেত্রে ১২হাজার মিনিট ফ্রি ছিল। এর বাইরে কল করতে গেলেই গ্রাহকদের প্রতি মিনিটে ৬পয়সা দিতে হতো। এবার থেকে এসব বাধা-নিষেধ উঠে গিয়ে হয়ে গেল আনলিমিটেড কল করার সুবিধা। ৬ ডিসেম্বর থেকে এই সুবিধা পেতে শুরু করেছেন গ্রাহকরা। ইতিমধ্যে জিও তাদের পরিষেবা ৪০% বৃদ্ধি করেছে। তারপরেও তাদের দাবি, অন্য সংস্থার চাইতে তাদের প্ল্যান ১৫-২৫% সস্তা। যদিও ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের কল রেট মোটেই কমায়নি।
আরও পড়ুন-প্রতারণা মামলা : তলব সত্ত্বেও এলেন না মুকুল