সোমবার থেকেই ভর্তুকিতে রেশনে পেঁয়াজ দেওয়ার ঘোষণা রাজ্যের

0
5

বাজারে অগ্নিমূল্য পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজের ঝাঁজে চোখে জল। বাজার থেকে পেঁয়াজ কিনতে গেলেই হাতে লাগছে ছ্যাকা। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল রাজ্য সরকার। পেঁয়াজ যন্ত্রণা থেকে রাজ্যবাসী কিছুটা মুক্তি পাবেন সোমবার থেকেই। বাজারদরের থেকে অনেক কম মূল্যে মিলবে পেঁয়াজ। রেশন দোকানে কম দামে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য। রবিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টারে বিক্রির জন্য পাঠানো হবে। কেজি পিছু দেওয়া হবে ৫০ টাকা ভর্তুকি। এক্ষেত্রে পেঁয়াজের দাম পড়তে পারে ৫৯ টাকা প্রতি কেজি। পরিবারপিছু ১কেজি পেঁয়াজ দেবে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার খাদ্যভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদীপ মজুমদার। যদিও বৈঠকে ছিলেন না খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।