২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

0
4

অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর। রবিবার বিকেলে নিজেই টুইট করে একথা জানিয়েছেন সুর সম্রাজ্ঞী।

 

আপাতত ভালোই রয়েছেন লতা মঙ্গেশকর। যে চিকিৎসকদের দায়িত্বে তিনি ছিলেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন লতা। পাশাপাশি নিজের অসংখ্য ভক্তকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। লতা বলেন, চিকিৎসকরা চেয়েছিলেন যাতে একদম সুস্থ হয়ে বাড়ি ফিরি আমি। তাই ২৮ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি। সব ডাক্তার এবং নার্সরা ভীষণ যত্নের সঙ্গে খেয়াল রেখেছিলেন আমার। যাঁরা আমার আরোগ্য কামনা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আপনাদের আশীর্বাদেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছি।