হাত থেকে বিচ্ছিন্ন আঙুল জোড়া লাগিয়ে চমকে দিল রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল

0
6

কার্যত অসম্ভবকে সম্ভব করলো রাজ্যের এই সুপার স্পেশালিটি হাসপাতাল। দিলীপ পালের চামড়া-সহ ঝুলছিল বাঁ হাতের কাটা আঙুল। অপেরেশন করে সেই আঙুলই জোড়া লাগিয়ে চমকে দিলেন পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। খুশি দিলীপ পাল ও তাঁর পরিবার।

যদিও হাসপাতালের অপারেশন থিয়েটারের পরিকাঠামো এখনও ঢেলে সাজানো হয়নি। কিন্তু চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় কাটা আঙুল জোড়া লেগে যাওয়ায় খুশি সকলে। তবে এই প্রথম নয়, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস এই হাসপাতালের চিকিৎসকদের নতুন নয়।

উল্লেখ্য, কালনার হাটগাছ গ্রামে পেঁয়াজের জমিতে সকালে জল দিতে গিয়ে পা ফসকে পাম্পের ওপরে পড়ে যান দিলীপ পাল নামে এক কৃষক। দুর্ঘটনায় কাটা যায় তাঁর বাঁ হাতের একটি আঙ্গুল। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।

যা পরিস্থিতি ছিল, তাতে সকলেই ভেবেছিলেন দিলীপবাবুর হাত থেকে বাদ যাবে আঙ্গুল। চিকিৎসক জয়রাম হাঁসদা অপারেশন শুরু করে দেন। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় চামড়ার সঙ্গে ঝুলতে থাকা আঙুল জোড়া লাগিয়ে দেন তাঁরা।