ডিজিটাল সাংবাদিকতা নিয়ে হাওড়া প্রেস ক্লাবের কর্মশালা

0
1

মিডিয়ার দুনিয়া বদলাচ্ছে। প্রিন্ট, রেডিও, টিভির পর এখন পোর্টাল, ফেস বুক, ইউ টিউব। কীভাবে বদলাচ্ছে কাজের পদ্ধতি? কীভাবে নিজেদের সড়গড় করবেন সাংবাদিকরা?

এনিয়ে জরুরি কর্মশালা চালাচ্ছে হাওড়া প্রেস ক্লাব। শনিবার সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কাজের পদ্ধতিগত তুলনামূলক বিশ্লেষণ করেন তিনি। তারপর প্রশ্নোত্তরপর্ব।
যেহেতু এই বিষয়গুলি বই পড়ে জানা কঠিন; ফলে হাওড়া প্রেস ক্লাবের এহেন উদ্যোগ যথেষ্ট কার্যকর হয়ে উঠছে। লেখার কায়দা থেকে ক্যামেরার মুখোমুখি হওয়ার ব্যাকরণ নিয়ে এদিন চর্চা হয় বিস্তারিত।