ভোরে বিধ্বংসী আগুন দিল্লির আনাজ মান্ডিতে, মৃত ৩৫

0
1

দিল্লির রানি ঝাঁসি রোডে আনাজ মান্ডির এক কারখানায় বিধ্বংসী আগুন ছড়িয়ে মৃত্যু হল ৩৫ জনের। রবিবার ভোরে আগুন লাগে। আনাজ মান্ডির ওই কারখানায় ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যান ভিতরে থাকা শ্রমিকরা। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৩০ টি ইঞ্জিন। প্রায় ৫০ জনকে উদ্ধার করা আছে। ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।