সোমবারের ধর্মঘট আপাতত স্থগিত রাখলেন বাস মালিকরা। টালা ব্রিজ বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। সংগঠনের পক্ষ থেকে রাজ্য পরিবহণ দফতরে সাত দফা দাবি পেশ করা হয়েছিল। কিন্তু তাদের সেই দাবির মান্যতা পাওয়া যায়নি। তারা নতুন করে রুট বিন্যাস সহ মোট সাত দফা দাবি জানয়েছিল সরকারের কাছে। দাবি পূরণ না হওয়ার কারণেই পরিষেবা প্রত্যাহারের ডাক দিয়েছিল তারা।
আগামী সোমবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু শুক্রবার সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তার পরেই ধর্মঘটের সিদ্ধান্ত বদলে ফেলে বাস মালিকদের সংগঠন।
আরও পড়ুন-বিচার যেন প্রতিশোধ নেওয়ার পন্থা না হয়: বোবদে





























































































































