বিচার যেন প্রতিশোধ নেওয়ার পন্থা না হয়: বোবদে

0
5

“বিচার যেন প্রতিশোধ নেওয়ার পন্থা হয়ে না দাঁড়ায়, তাহলে সেটা বিচার থাকে না। বিচার মানে প্রতিশোধ নয়।” হায়দরাবাদের গণধর্ষণে অভিযুক্তদের মৃত্যু প্রসঙ্গে নিয়ে এই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। শুক্রবার, পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ-খুন অভিযুক্ত চারজন। তার পরদিনই এনকাউন্টারের ঘটনার কার্যত নিন্দা করলেন ভারতের প্রধান বিচারপতি। শনিবার এক বিবৃতি দিয়ে তিনি বলেন, এই ঘটনায় যেন এই বার্তা না যায়, যে বিচার করা মানে প্রতিহিংসা চরিতার্থ করা।

হায়দরাবাদে তরুণী গণধর্ষণ-খুনের পর থেকেই দেশজুড়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। কিন্তু বিচারের আগেই এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তর। এই ঘটনায় কার্যত দ্বিধাবিভক্ত দেশ। এর মধ্যেই এনকাউন্টারের বিরুদ্ধেই মত দিলেন বোবদে।

আরও পড়ুন-দু’শো বছরের হিন্দু স্কুলে এবার চালু হচ্ছে ইংরেজি-মাধ্যম